নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার পারুয়ারা এলাকায় বিআরটিসি বাসের চাপায় এক হেলপার নিহত হয়েছে। আজ রোববার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিকে জব্দ করেন। পরে পুলিশ বাসটিকে জব্দ ও চালককে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।
জানা যায়, আটককৃত চালকের নাম তহিদুল ইসলাম। সে ভোলা বোরহান উদ্দিন এলাকার বশির উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর।
এ বিষয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) জাহিদুর রহমান জানান, কোম্পানীগঞ্জ থেকে চট্টগ্রামগামী বিআরটিসি একটি যাত্রীবাহী বাস সকাল ১১টায় বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা এলাকায় পৌঁছালে বাসটির দরজায় দাঁড়িয়ে থাকা কিশোর বয়সের এক হেলপার সড়কে পড়ে গিয়ে পেছনের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বয়স আনুমানিক ১২ বৎসর।
তাৎক্ষণিকভাবে নিহত কিশোরের নাম পরিচয় পাওয়া যায়নি খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক (এস আই) আবদুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যায়।