আজ ২রা মে, ২০২৪, সন্ধ্যা ৭:৪৫

কুমিল্লায় দুই উপজেলা নৌকার ১১ বিদ্রোহী ৬।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

দ্বিতীয় ধাপে কুমিল্লার লাকসাম, মেঘনা ও তিতাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে লাকসামে আওয়ামী লীগের সকল প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় সেখানে ভোটগ্রহণ অনুষ্ঠানের প্রয়োজন হয়নি। বৃহস্পতিবার মেঘনা উপজেলার ৮টি এবং তিতাস উপজেলার ৯টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মোট ১৭টি ইউনিয়নে মধ্যে চেয়ারম্যান পদে ক্ষমতাশীন দল আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের ১১জন এবং দলটির বিদ্রোহী ৬জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের মজিবুর রহমান, মানিকারচর নৌকার জাকির হোসেন।

চালিয়াভাঙ্গায় বিদ্রোহী আনারস প্রতীকের হুমায়ুন কবির, ভাওরখোলায় বিদ্রোহী ঘোড়া প্রতীকের সিরাজুল ইসলাম, লুটেরচরে নৌকার সানাউল্লাহ সিকদার, গোবিন্দপুরে নৌকার মাইনুদ্দিন মুন্সি তপন ও বড়কান্দায় বিদ্রোহী ঘোড়া প্রতীকের ফারুক হোসেন রিপন। এ উপজেলায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী চন্দনপুর ইউনিয়নের আহসান উল্লা।

এদিকে তিতাসের সাতানী ইউনিয়নে বিদ্রোহী ঘোড়া প্রতীকের মিজানুর রহমান, জগৎপুরে নৌকার মজিবুর রহমান, বলরামপুরে নৌকার নুরুন্নবী, কলাকান্দিতে বিদ্রোহী আনারস প্রতীকের ইব্রাহিম সরকার, ভিটিকান্দিতে নৌকার বাবুল আহমেদ, নারানদিয়ায় নৌকার আরিফুজ্জামান ভুইয়া খোকা, জিয়ারকান্দিতে নৌকার আলী আশরাফ ও মজিদপুরে নৌকার জাহাঙ্গীর আলম সরকার। এ উপজেলায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী সদর কড়িকান্দি ইউনিয়নের সাইফুল আলম মুরাদ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১