আজ ২০শে এপ্রিল, ২০২৪, রাত ৯:৩৮

কুমিল্লায় উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ শিশুসহ তিন যাত্রী আহত।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে দুষ্কৃতিকারীদের ছোঁড়া পাথরের আঘাতে শিশুসহ তিন যাত্রী আহতের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার বানাশুয়া ব্রিজের আগে ট্রেনে পাথর নিক্ষেপের এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী গামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের কুমিল্লার বানাশুয়া এলাকায় পৌঁছলে দুষ্কৃতিকারীরা ট্রেনের এসি বগিতে পাথর নিক্ষেপ করে। পাথরের আঘাতে ৬০১৭ নং বগির ১নং কেবিনের জানালার গ্লাস ভেঙ্গে পাথর ভিতরে ঢুকে যায়। এ সময় পাথরের আঘাতে শিশু নুসরাত জাহান মুন (৮) ও কামরুল ইসলামসহ (৫০) তিন যাত্রী আহত হয়। তাদেরকে চিকিৎসা দেওয়ার মতো রেলে কোন ব্যবস্থা ছিলো না।
আরও জানা যায়, আহত যাত্রীরা ট্রেনের এটেনডেন্ট বদিউল আলমকে তিনি রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বিষয়টি অবগত করেন। এরপর ট্রেনটি লাকসাম পৌঁছলে ট্রেনের যান্ত্রিক বিভাগের কর্মচারীরা ক্ষতিগ্রস্ত গ্লাসের উপর একটি কাগজ লাগিয়ে দেয়া হয়।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন বলেন, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাটি শুনেছি। পাথরের আঘাতে শিশুসহ তিন যাত্রী আহত হয়েছে। আমরা বিষয়টির খোঁজ নিচ্ছি।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০