আজ ২৮শে নভেম্বর, ২০২৪, ভোর ৫:২৩

আজ থেকে কুবিতে সশরীরে পরীক্ষা শুরু হয়েছে স্বাস্থ্যবিধি মানতে ৭ নির্দেশনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

Share on facebook
Share on twitter
Share on linkedin

রুবেল মজুমদার।

করোনা দূর্যোগে তৃতীয়বারের মতো সশরীরে পরীক্ষা শুরু হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ নুরুল করীম চৌধুরী জানান, আজ দু বেলায় ১১ টা ডিপার্টমেন্টের পরীক্ষা হচ্ছে, যার মধ্যে স্নাতকের ৫ টি ও স্নাতকোত্তরের ৬ টি।
আমরা ২৮ টা সেমিস্টারের রুটিন প্রকাশ করেছি, স্নাতকের ১৩ টি আর স্নাতকোত্তরের ১৫ টি।

পরীক্ষার আনুষঙ্গিক বিষয়ে আমরা সার্বিক প্রস্তুতি নিয়েছি।

এদিকে গত বুধবার (৮সেপ্টেম্বর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষাকে কেন্দ্র করে স্বাস্থ্য সুরক্ষার জন্য বাধ্যতামূলক মাস্ক পরিধান, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, সামাজিক দূরত্ব বজায় রাখা, ক্যাম্পাসে আড্ডা বা গণজমায়েত না করাসহ ৭টি নির্দেশনা দেওয়া হয়েছে।

ইতিপূর্বে করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর ২০ ডিসেম্বর ২০২০ এবং ১৩ জুন ২০২১ থেকে দুই ধাপে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু হলেও পুনরায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সব পরীক্ষা স্থগিত করে কুবি প্রশাসন।

তবে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের কিছু কিছু বিভাগের শিক্ষার্থী একই সেশানের হয়েও পরীক্ষায় বসতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০