আজ ৩১শে অক্টোবর, ২০২৪, দুপুর ১:১৮

শপথ নিলেন জোড়কানন পশ্চিম ইউপি চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসু

Share on facebook
Share on twitter
Share on linkedin

শপথ নিলেন জোড়কানন পশ্চিম ইউপি চেয়ারম্যান হাসমত উল্লাহ হাস

মাইনুল হক স্বপন

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পশ্চিম ইউনিয়ন পরিষদে উপনির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসুর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে রবিবার (২০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান।

শপথ বাক্য পাঠ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক এ সময় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার, সদর দক্ষিণ ইউএনও রুবাইয়া খানম উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু প্রমুখ।

ডিসি চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন আপনি আজকের শপথ বাক্যের প্রতিটি কথা আপনাকে মেনে চলতে হবে বিচারিক ক্ষমতাও দেওয়া আছে আশা করছি আপনার মাধ্যমে জোড়কানন পশ্চিম ইউনিয়নে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।

উল্লেখ্য গত ১৭ জুলাই জোড়কানন পশ্চিম ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হয় এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হাসমত উল্লাহ হাসু ৬ হাজার ৯৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী শাহাদাৎ আলী পেয়েছিলেন ৪ হাজার ৫০৫ ভোট

এর আগে এপ্রিল মাসে জোড়কানন পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মো. শাহজালাল (৫২) নিজ বাসভবনে অগ্নিদগ্ধ হন পরে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে ভর্তি করানো হয় সেখানে (২৭ এপ্রিল) বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি এর ফলে চেয়ারম্যান পদ‌টি শূন‌্য হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১