আজ ৩রা ডিসেম্বর, ২০২৪, সকাল ৮:৩২

ময়মনসিংহে সারারাত পূজামণ্ডপের রাতের নিরাপত্তায় সতর্ক কোতোয়ালী থানার পুলিশ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

রফিকুল ইসলাম।

ময়মনসিংহ দুর্গাপূজা উপলক্ষে নগরের মন্দির গুলোর নিরাপত্তায় আরও সতর্ক অবস্থান নিয়েছে জেলা পুলিশ। কুমিল্লায় জেলার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর মন্দির গুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।


কোতোয়ালী থানার ওসি শাহ্ কামাল আকন্দ বলেন, ‘আমরা সতর্ক আছি আগের চেয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন পুজামণ্ডপ গুলো ঘুরে দেখছি। সবার সঙ্গে কথা বলেছি। এখানে পরিস্থিতি শান্ত আছে। যথেষ্ট পুলিশ ফোর্স নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। আশা করি এখানে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না।


তিনি বলেন, নগরের‘গুরুত্বপূর্ণ মন্দিরগুলোর আশপাশের এলাকায় একটি করে টিম কাজ করছে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স রয়েছে। যেখানে প্রয়োজন হবে তাৎক্ষণিক সেখানে যাবে।


পুজা মন্ডপে আসা বক্তরা জানান, প্রতিটি পূজামণ্ডপেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে দেখছি মণ্ডপ গুলোতে ভক্তদের উপচেপড়া ভিড় রযেছে। আমরা আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করছি।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১