কাইছার হামিদ তুষার।
আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিসরূপ মাদার তেরেসা স্মৃতি সম্মাননায় ভূষিত হলেন চট্টগ্রামের দোহাজারী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আব্দুর রব।
দোহাজারী হাইওয়ে থানার অধীনস্থ চন্দনাইশ,সাতকানিয়া ও লোহাগাড়া থানার মহাসড়কে ট্রাফিক ম্যানেজমেন্ট,দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা,করোনাকালীন সময়ে জনসচেতনতা বৃদ্ধি,সড়কে শৃঙ্খলা আনয়নের মতো গুরুত্ব কর্মকান্ডের জন্য তাকে এই সম্মাননা প্রদান করে মায়ের আচল ফাউন্ডেশন।
৪ ই সেপ্টেম্বর রাজধানী ঢাকার সেগুনবাগিচাস্থ কার্যালয়ে ফাউন্ডেশনটির এক সভায় ওসি আব্দুর রবকে এই সম্মাননা প্রদান করা হয়।এবিষয়ে ওসি আব্দুর রব সাতকানিয়া দৈনিক নবোদয়-কে বলেন,এই অর্জনের কৃতিত্ব আমি আমার সকল সহযোদ্ধাদের দিতে চাই।ভবিষ্যতে আইন শৃঙ্খলা রক্ষায় আরো অগ্রণী ও বলিষ্ঠ ভূমিকা পালন করতে এই সম্মাননা আমাকে উৎসাহ যোগাবে।