আজ ১৮ই সেপ্টেম্বর, ২০২৪, রাত ৩:৩৭

মনোহরগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin

মোঃ হুমায়ুন কবির মানিক।

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রবিবার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর জীবনি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম চৌধুরী মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কমান্ডার আবদুল আজিজ।


উপজেলা উন্নয়ন সমন্বয়ক মোঃ কামাল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সেলিম কাদের চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব প্রমুখ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন হেলাল।

শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ভেন্ডার, আবুল বাশার মজুমদার, দপ্তর সম্পাদক শহীদ উল্লাহ, তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যক্ষ আবদুল মতিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল বাশার বাঙ্গালী, আওয়ামীলীগ নেতা অহিদুজ্জামান অপু, মনিরুজ্জামান ভুঁইয়া, মীর মোশারফ হোসেন বাবুল, আবদুল করিম, ডা. তোফাজ্জল হোসেন, শাহ জাহান সিরাজ।

আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান শাহীন জিয়া, আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান, জানে আলম, আমির হোসেন, এমএইচ নোমান, মহি উদ্দিন, যুবলীগ নেতা বেলাল হোসেন, মাকসুদুর রহমান, এম এইচ মিলন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক বেল্লাল হোসেন, রুহুল আমিন, নজরুল ইসলাম পাটোয়ারী সোহেল সহ উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০