আজ ১৫ই অক্টোবর, ২০২৪, সকাল ৬:১৩

মনোহরগঞ্জের নবনির্বাচিত ১০ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

রফিকুল ইসলাম কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নবনিবার্চিত ১০ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১০ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

সপ্তম ধাপে গত ৩১ জানুয়ারি মনোহরগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয় প্রতিদ্বন্দ্বি না থাকায় এ উপজেলার ১১ ইউপিতে আওয়ামী লীগ মনোনীত ১১ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ করেন মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন।

সরসপুর ইউনিয়নের আবদুল মান্নান, হাসনাবাদ ইউনিয়নের কামাল হোসেন, ঝলম উত্তর ইউনিয়নের আবদুল মজিদ খান রাজু, ঝলম দক্ষিণ ইউনিয়নের আশিকুর রহমান হিরণ, মৈশাতুয়া ইউনিয়নের মফিজুর রহমান, খিলা ইউনিয়নের আল আমিন ভূঁইয়া, উত্তর হাওলা ইউনিয়নের আবদুল হান্নান হিরণ, নাথেরপেটুয়া ইউনিয়নের আবদুল মান্নান চৌধুরী এবং বিপুলাসার ইউনিয়নের ইকবাল মাহমুদ।

অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ শেষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান, জেলা পরিষদ সদস্য মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা উন্নয়ন সমন্বয়ক মোঃ কামাল হোসেন প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১