নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।
আজ সোমবার দুপুরে কুমিল্লা বুড়িচংয় উপজেলার দেবপুর বাজার এলাকায় মেবাইল কোর্টের অভিযানে অবৈধ ভাবে গোমতী চরের ফসিল জমি থেকে মাটি কাটা ও বহনের অপরাধে মাটি বোঝাই দুটো ট্রাক্টর জব্দ করা হয়। পরে ময়নামতি শরিফপুর এলাকার বাসীন্দা ট্রাক্টর মালিক সাদেক হোসেন কে এক লক্ষ টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ভারপ্রাপ্ত বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কমিশন সামিউল ইসলাম। তিনি বলেন মাননীয় জেলা প্রশাসক কামরুল ইসলাম স্যারের সার্বিক নির্দেশনায় অবৈধ ভাবে, মাটি কাটা ইভটিজিং বাল্যবিবাহ মাদক কিশোর গেং সহ বুড়িচং উপজেলায় সকল অপরাধ নিয়ন্ত্রণে বুড়িচং উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সবমসময় সক্রিয় থাকবে বলেও জানান তিনি।
অভিযানে দেবপুর ফাঁড়ি পুলিশের একটি টিম ও আনসার সদস্যগণসহ স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন ও হবিউল্লাহ সার্বিক ভাবে সহায়তা করেন।