আজ ১৫ই অক্টোবর, ২০২৪, সকাল ৬:০৭

প্রতারক জ্বীনের কবিরাজ র‌্যাবের হাতে আটক।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

প্রতারণার মাধ্যমে কয়েক লক্ষ টাকা আত্নসাতকারী মোঃ রবিউল হোসেন @ জ্বীনের কবিরাজকে (২৮) আটক করেছে (২৮) র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা।
বিগত ২০২১ সালের ৯ সেপ্টেম্বর চাদঁপুর জেলার কচুয়া উপজেলার হাসিমপুর মিয়াবাড়ির নজরুল হাওলাদারের সন্তান মোসাম্মদ ইবা’র নিকট অপরিচিত একটি নাম্বার থেকে কয়েকবার কল আসলে সে কলটি রিসিভ করে না। পরবর্তীতে একই দিন গভীররাতে একই নাম্বার হতে আরো কয়েকবার কল আসলে ভূক্তভোগী অনেকটা বিরক্ত হয়ে কল রিসিভ করলে অপরপ্রান্ত হতে একটি যুবক জানায় তার নাম জ্বীনের কবিরাজ এবং সে সকল প্রকার সমস্যার সমাধান দিতে জানে। সে তার একজন রোগীর নিকট কল দিতে গিয়ে ভূলবশত সে ভূক্তভোগীকে ফোন করে বলে জানায়, অতঃপর দুজনে ফোন কেটে দেয়।

পরবর্তীতে এই কবিরাজ পুনরায় এই ভূক্তভোগীকে পরদিন ফোন করে জানায় তার পরিবাওে নানাবিধ সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো সমাধানকল্পে উল্লেখিত জ্বীনের কবিরাজের স্বরনাপর্ণ হতে পারে, তবে এই কবিরাজকে তিনি দেখতে পাবেন না কারণ লোকালয়ে সে হাজির হয় না। পরবর্তীতে কবিরাজ ভূক্তভোগীর অগোচওে তার এলাকায় গিয়ে পারিবারিক সমস্যা, স্বামী কি করে, কোথায় থাকে এবং বাড়ীর পারিপার্শি¦ক অবস্থান জেনে সে বুঝতে পারে এই মহিলাকে আয়ত্বে আনতে পারলে সে অর্থনৈতিকভাবে অনেকটা লাভবান হবে। পরবর্তীতে কল দিয়ে উক্ত কবিরাজ ভূক্তভোগীর সাথে ফোনালাপে ভালো সম্পর্ক গড়ে তোলে এবং কথা বলার বিভিন্ন সময় ভূক্তভোগীর অজান্তে সংগৃহীত তথ্যেও বর্ণনার মাধ্যমে ভূক্তভোগীর আস্থা ও বিশ্বাস অর্জন করেন।

বিশ্বাস অর্জনের ফলে কবিরাজ সিলেটের জৈন্তাপুর নামক ঠিকানা (ভূয়া ঠিকানা) হতে কুরিয়ারের মাধ্যমে ৫টি তাবিজ প্রেরণ করে। উক্ত কবিরাজ বলেন তার কাছে জ্বীন আছে, সে ৪/৫ টা জ্বীন পালন করে এবং তার কাছে সবসময় জ্বীন থাকে। ভূক্তভোগীর সৌদি প্রবাসি স্বামীর শারিরীক সম্যস্যার সমাধান করতে হলে জ্বীনদেরকে দিতে হবে ১(এক) লক্ষ পাঞ্জাবী এবং ১(এক)লক্ষ টুপি এবং তাহা না দিলে ভূক্তভোগীর স্বামী ও সন্তান মারা যাবে বলে ভয় দেখায়। কবিরাজ আরো বলে তাদের বাড়ীতে বদ জ্বীনের নজর পড়েছে।

বদজ্বীন থেকে মুক্ত হতে হলে ভূক্তভোগীকে গরু, মহিষ, শুকুর বলি দিতে হবে। ভূক্তভোগী সরল মনে স্বামীর শারিরীক সমস্যা সমাধান, সন্তানদের সুস্থ্যতার জন্য বিভিন্ন সময় বিকাশের মাধ্যমে কবিরাজকে বিভিন্ন ধাপে সর্বমোট ৫ লক্ষ ৫১ হাজার টাকা প্রদান করেন। সর্বশেষ ২০২১ সালের ১৬ নভেম্বর ভূক্তভোগীতে এক লক্ষ টাকা দিতে বলে, টাকাটা দিতে না পারলে ভূক্তভোগীর স্বামী দেশের বাহিরে মারা যাবে এমন একটি কথা বলে সর্বশেষ এক লক্ষ টাকা বিকাশের মাধ্যমে গ্রহণ করে।

উক্ত টাকা প্রেরণের ২-৩দিন ভূক্তভোগীর স্বামী শারিরীকভাবে সুস্থ না হলে তিনি বারংবার বিভিন্ন নাম্বারে উক্ত কবিরাজকে ফোন করে সবগুলো নাম্বার বন্ধ পেয়ে সে বুঝতে পারে সে প্রতারিত হয়েছেন। অতঃপর ভূক্তভোগী বিষয়টি পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আলোচনা করতঃ সিলেটের জৈন্তাপুর গিয়ে এই কবিরাজকে খুজে এবং সেখানে এই ধরনের নামের কাউকে না পেয়ে তাহারা পুনরায় ফেরত আসে।

পরবর্তীতে ভূক্তভোগী মহিলা এলাকার মানুষের কাছে জানতে পাওে র‌্যাবের মাধ্যমে বিষয়টির সমাধান পাবে, সে প্রেক্ষিতে গত ০২ ফেব্রুয়ারি র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লাতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-১১, সিপিসি-২। গোয়েন্দা তৎপরতা এবং তথ্য প্রযুক্তির সাহায্যে ১২ ফেব্রুয়ারি বিকাল ৫ টায় চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দল।

জ্বীনের কবিরাজ মোঃ রবিউল হোসেন @ জ্বীনের কবিরাজ (২৮) কে আটক করতে সক্ষম হয়।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ রবিউল হোসেন @ জ্বীনের কবিরাজ (২৮) এরকাছ থেকে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। মূলত সে বেদে সম্প্রদায়ের সদস্য হওয়ায় তাবিজ এবং ঝার-ফুকের মাধ্যমে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার লোকের সাথে সুসম্পর্ক গড়ে তোলে। সে নিজেকে বড় মাপের কবিরাজ এবং সে নিজে ৪/৫ টি জ্বীন পালন করতো বলে দাবী করে। তার মুল লক্ষ্য ছিল দেশের বিভিন্ন অঞ্চলের সহজ-সরল প্রবাসীদের স্ত্রী। মোঃ রবিউল হোসেন @ জ্বীনের কবিরাজ (২৮) চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড় (বেদে পল্লী) গ্রামের মোঃ ইউনুস মিয়ার ছেলে।

উক্ত বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর জেলার কচুয়া থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১