রফিকুল ইসলাম।
ফুল দিয়ে সাজানো গাড়িবহর এবং সহকর্মীদের ভালোবাসার মধ্যে দিয়ে কর্মজীবন শেষ করে অবসরে গেলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় কর্মরত দুই পুলিশ সদস্য কনস্টেবল মোঃ আব্দুল হান্নান ও মোঃ বিল্লাল উদ্দিন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমান নির্দেশ অনুযায়ী অবসর প্রাপ্ত পুলিশ সদস্যদের বিদায় উপলক্ষে অন্য রকম আয়োজনের মধ্য দিয়ে তাদের বিদায় জানায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। শেষ মুহূর্তে ফুল দিয়ে সাজানো সরাইল থানা পুলিশের গাড়িবহরের মাধ্যমে তাকে গন্তব্যস্থল নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়।
পুলিশ সুপারের এমন উদ্যোগে খুশিতে আত্মহারা হয়ে বিদায় নেওয়ার আগ মুহূর্তে বিদায়ী পুলিশ সদস্যরা বলেন, “চাকরিতে যোগদানের আগে প্রতিটি পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কিন্তু বিদায়ের বেলায় তেমন কোনও আনুষ্ঠানিকতা থাকে না। তবে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মহোদয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। আমরা চাই পুলিশের প্রতিটি সদস্যকে এভাবেই বিদায় জানানো হয়।”