দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা প্রেসক্লাবের কার্যকরী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি এম.এ তাহের পন্ডিতের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সিরাজ উদ্দিন দুলাল, সাবেক সভাপতি নূরুল আলম খাঁন, সিনিয়র সহসভাপতি আহমেদ হিমেল, কার্যনির্বাহী সদস্য হাসনাত তুহিন।
সহ সম্পাদক নাজমুল খান ও কোষাধ্যক্ষ মোঃ হোসেন। এসময় ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নিমাই মজুমদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম বাহাদুর, সদস্য তোবারক হোসেন সোহেল, আলা উদ্দিন আল হাসান, জাহাঙ্গীর আলম, মোঃ তাহেরুল ও তাপস রায়।
সভায় ক্লাবের অগ্রগতি ও উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।