আজ ২৮শে নভেম্বর, ২০২৪, রাত ৯:৪৮

দাগনভূঞায় বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আবদুল্লাহ আল মামুন:

‘মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা’ এ প্রতিপাদ্যের আলোকে দাগনভূঞা উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে

সোমবার (৮ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) গাজালা পারভীন রুহি’র সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ উদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, থানার ওসি (তদন্ত) আবদুল ওহাব সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, পল্লী বিদুৎ ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মহিউদ্দিন মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা পিয়ার আহমেদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা এ.কে.এম রুহুল আমিন ভূঁইয়া ও দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মদিন উপলক্ষে দাগনভূঞা উপজেলার ৮ জন অসহায় মহিলার মাঝে সেলাই মেশিন ও ৬ জনকে নগদ অর্থ বিতরণ করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০