আবদুল্লাহ আল মামুন:
‘শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২১ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে এগারটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া’র সভাপতিত্বে ও দাগনভূঞা রেমিট্যান্স যোদ্ধা সংগঠনের সভাপতি নবীউল হকের সঞ্চালনায়
আলোচনা সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, থানার ওসি (তদন্ত) পার্থ প্রতিম দেব।
দাগনভূঞা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ওমান প্রবাসী জিয়া উদ্দিন টিটু ও প্রবাসী কাজী মিজান প্রমুখ। এসময় দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার, সাংবাদিক শহিদুল ইসলাম তোতা মিয়া, রিপোর্টার্স ইউনিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুলফিকার আলম, প্রবাসীসহ প্রবাসীদের বিভিন্ন মানবিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।