ইয়াছিন আরাফাত।
চান্দিনা উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো.কামরুল হাসান এনডিসি।
রবিবার(১০ অক্টোবর)সকালে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় পরিদর্শন, উপজেলা ভূমি অফিস পরিদর্শন, চান্দিনা পৌরসভা অফিস পরিদর্শন, চান্দিনা উপজেলা বাড়েরা ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন, বাড়েরা ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন, বাড়েরা (দঃ) ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, বাড়েরা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, বাড়েরা ইউনিয়ন গনিপুর গুচ্ছ গ্রাম প্রকল্প পরিদর্শন, চান্দিনা উপজেলার মুজিবশতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘ক’ শ্রেণীর পরিবার পুনর্বাসনে গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প/একটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
এর আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি চান্দিনা উপজেলায় এসে পৌঁছলে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) আশরাফুন নাহার ফুলেল শুভেচ্ছা জানান।
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাকিবুুল ইসলাম, চান্দিনা পৌরসভা মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া, চান্দিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশল মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাজহারুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মো. সালাউদ্দিন, বাড়েরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. খোরশেদ আলম, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান, নাজির ও পেশকার মো.আরিফুল ইসলাম, অফিস সহকারী মো.হুমায়ুন কবিরসহ অন্যান্যরা।