আজ ১৫ই অক্টোবর, ২০২৪, রাত ৩:৩১

চান্দিনায় প্রবীণদের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

ইয়াছিন আরাফাত।

কুমিল্লার চান্দিনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে প্রবীণদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বস্ত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। বুধবার (৬ অক্টোবর) দুপুরে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রবীণদের হাতে বস্ত্র ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত (এম.পি)।

সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার এর সভাপতিত্বে- বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী। অন্যদের মধ্যে বক্তৃতা করেন- মাইজখার ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগ সভাপতি মো. শাহ্ সেলিম প্রধান।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ সাফিয়া আক্তার, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাবউদ্দিন মাস্টার, গল্লাই ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, বাড়েরা ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলম প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১