আজ ১৫ই অক্টোবর, ২০২৪, রাত ৪:৫৬

কু‌মিল্লায় চকবাজার পু‌লি‌শের ফাঁ‌ড়ির অ‌ভিযা‌নে ফেন‌সি‌ডিলসহ এক মাদক কারবারি গ্রেফতার।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নিজস্ব প্রতিবেদক।

কু‌মিল্লা নগরীর চকবাজা‌র এলাকা থে‌কে বিপুল প‌রিমান ফেন‌সি‌ডিলসহ একজন‌ মাদক ব‌্যবসা‌য়ি‌কে গ্রেফতার ক‌রে চকবাজার পুলিশ ফাঁ‌ড়ির সদস্যরা।

পু‌লিশ সুত্র জানায়,‌গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে শুক্রবার ১৭ ডি‌সেম্বর রাত আনুমা‌নিক সা‌ড়ে দশটার সময় কুমিল্লা কোতোয়ালি ম‌ডেল থানার চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কায়সার হামিদের নেতৃত্বে।

এসআই মোঃ আব্দুস সাত্তার, এএসআই মোঃ নাজিম উদ্দিন এএসআই বিষ্ণু কুমার রায় সঙ্গীয় ফোর্সসহ বি‌শেষ অ‌ভিযান চা‌লি‌য়ে চকবাজার তেরিপট্রি এলাকার চেয়ারম‌্যান ভব‌নের সাম‌নে থে‌কে ৩০০ বোতল ভারতীয় আমদা‌নি নি‌ষিদ্ধ।


ফেন‌সি‌ডিলসহ আ‌রিফ না‌মের এক মাদক ব্যবসা‌য়িকে গ্রেফতার ক‌রে। গ্রেফতারকৃত আসা‌মি সদর উপ‌জেলার পাচঁথুবী ইউ‌পির ছাওয়ালপুর গ্রা‌মের র‌ফিকুল ইসলা‌মের ছে‌লে। ধৃত আসা‌মির বিরু‌দ্ধে মাদক আই‌নে মামলা দা‌য়ের ক‌রে পুলিশ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১