নেকবর হোসেন।
কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধ পথে আসা ৪০ লাখ টাকা মূল্যের ২’শ পিস ভারতীয় স্মার্টফোন জব্দ করেছে পুলিশ। এঘটনার সাথে জড়িত থাকার দায়ে তিন জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন; বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের শাহজাহান মজুমদারের ছেলে ইবনে জাহান বিন সম্পদ (২৫), একই গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মোস্তফা কামাল (৩২) ও সদর দক্ষিণ উপজেলার বালুরচর এলাকার আবদুল লতিফের ছেলে কামাল (৩৬)।
বুধবার (২৫ আগস্ট) বিকেলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার চান্দুল এলাকায় অভিযান চালিয়ে একটি হাইয়েস (ঢাকা মেট্রো-চ-১৫-৩৬০৫) আটক করা হয়। পরবর্তীতে গাড়ির ভিতর তল্লাশী চালিয়ে ভারতীয় রেডমি কোম্পানীর ২’শ পিস স্মার্টফোন ও ১৮০পিস হ্যাডফোন জব্দ করা হয়।
এ সময় তারা কোন বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় গাড়ির ভিতরে থাকা তিন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত মোবাইল সেট ও অন্যান্য মালামালের বর্তমান বাজার মূল্য ৪০ লাখ ৭৫ হাজার টাকা।
ওসি শুভ রঞ্জন চাকমা জানান, ‘একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ভারত থেকে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন চোরাই পথে এনে দেশের বাজারগুলো বিক্রি করছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।