আজ ১৫ই অক্টোবর, ২০২৪, সকাল ৬:৩৮

কুমিল্লায় মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে ২ যুবক গ্রেপ্তার।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মহানবীকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তাররা হলেন- ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামের আলী আক্কাসের ছেলে রাকিবুল ইসলাম (২৮) ও একই গ্রামের লুৎফুর রহমানের ছেলে আরিফুল ইসলাম (২০)।
ব্রাহ্মণপাড়া থানার ওসি অপেল্লা রাজু নাহা জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রোববার রাতে অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

স্থানীয়রা জানান, শনিবার রাত ১১টায় রাকিবুল তার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে মহানবীকে নিয়ে একটি বিরূপ মন্তব্য পোস্ট করেন। ওই পোস্ট আরিফুল তার ফেইসবুকে শেয়ার করেন। এ ঘটনায় রোববার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল বাদী হয়ে মামলা দায়ের করেন।

ইউপি চেয়ারম্যান বলেন, “ফেইসবুকের এই পোস্টের জন্য বিভিন্ন স্থানে উত্তেজনা দেখা দেয়। রাষ্ট্র এবং এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমি নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১