আজ ৩১শে অক্টোবর, ২০২৪, সকাল ৮:১৪

কুমিল্লার বরুড়ায় আগুনে ঘুমন্ত গৃহবধূর মৃত্যু।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার বরুড়ায় আগুনে পুড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
উপজেলার ঝলম ইউনিয়নের ঢেউয়াতলী গ্রামে শুক্রবার ভোর ৫টায় এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়ের চেয়ারম্যান মো.নুরুল ইসলাম ১৯ বছর বয়সী ইয়াসমিন আক্তারের বাড়ি চাঁদপুরের মতলবে। তিনি ঢেউয়াতলী গ্রামের বাসিন্দা রেজাউল করিমের স্ত্রী।
স্বামী রেজাউল করিম বলেন।

আমি মালদ্বীপ প্রবাসী। দেড় মাস আগে আমি বিয়ে করি। রাতে আমরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি৷ ভোরে নামাজ আদায়ের জন্য মসজিদে যাই। তখন বৈদ্যুতিক শটসার্কিট হয়ে ঘরে আগুন লাগে। খবর শুনে এসে দেখি আমার স্ত্রী আগুনে পুড়ে মারা গেছে।

ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন,খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই আগুনে ঝলসে যান ইয়াসমিন। শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’
বরুড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান বলেন, ঘটনা শুনেই আমরা দুটি ইউনিট ঘটনাস্থলে আসি। অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তার আগেই গৃহবধূ আগুনে পুড়ে যান।

আমরা ধারণা করছি বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে ঘরে থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতেই মৃত্যু হয় ইয়াসমিনের। তবে তদন্তের পর বিষয়টি আরও স্পষ্ট হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১