নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার আলেখারচর থেকে ১৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা সোমবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
সোমবার বিকালে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন আটককৃতরা হলেন নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার কন্দবপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মোঃ ইমরান হোসেন রাজন (৩০) ও একই উপজেলার পাঁচাই খাঁ গ্রামের ওবায়দুল হক বাদল মিয়ার ছেলে আনিসুল হক শিশির (২৯)।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আসামীদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন