কুমিল্লায় দুই ব্যক্তির কাছে ঔষধ ব্যবসায়ীরা জিম্মি সংবাদ সম্মেলনে প্রতিকার চাইলেন ব্যবসায়ীর
কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় দুই ব্যক্তির কাছে জিম্মি হয়ে পড়েছেন ঔষধ ব্যবসায়ীরা এমন পরিস্থিতি থেকে প্রতিকার পেতে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন ব্যবসায়ীরা বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় কুমিল্লা শহরতলীর আলেখারচর ঔষধ মার্কেট কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কুমিল্লা ঔষধ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতৃবৃন্দ দাবী করেন বাংলাদেশ কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতির বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দেয় চিহ্নিত পাসপোর্ট দালাল আবু বকর সিদ্দিকী শিল্পী ও নকল ভেজাল ওষুধ বিক্রির দালাল সাইদুল হক রুবেল।
সংবাদ সম্মেলনে দাবী করা হয় গেল ২২ মে বাংলাদেশ কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির অধিবেশনে এর মাধ্যমে জেলা শাখার কমিটি অনুমোদন হয় কমিটি অনুমোদনের পর এই দুজন ব্যক্তি বিভিন্ন পন্থায় ভেজাল ঔষধ বিক্রিয় ও কমিটিকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্নভাবে হুমকি ও প্রাণনাশের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এমন অবস্থায় ব্যবসায়ীরা নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নুরুল আলম চৌধুরী নোমান সংগঠনের সদস্য নিখিল চন্দ্র দত্ত প্রহ্লাদ চন্দ্র দত্ত নাঈম শারিয়ার বাপ্পি শ্রীকান্ত চন্দ্র দত্ত মোজাম্মেল হক সাজেদুল ইসলাম মনির হোসেন সহ অন্যান্যরা।